টেলি পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির জন্য স্পেকট্রাম নিলামের প্রক্রিয়া গতকাল শেষ হয়েছে। ৮০০, ৯০০, ১৮০০, ২১০০, ২৩০০, ২৫০০ ও ৩৩০০ মেগাহার্টজ এবং ২৬ গিগাহার্টজ ব্যান্ডের জন্য এই নিলাম প্রক্রিয়া গত মঙ্গলবার সকাল ১০ টায় শুরু হয়। সাত রাউন্ডের পর তা শেষে হয় গতকাল বেলা ১১ টা ৪৫–এ। একই সঙ্গে মোবাইল পরিষেবার মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সের পুনর্নবীকরণ পর্ব গতকাল শেষ হয়েছে। যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, ২০২৪ এর স্পেকট্রাম নিলাম, স্পেকট্রাম বন্টনের স্বচ্ছ, জোরদার ও প্রগতিশীল প্রক্রিয়ার অঙ্গ। পরিষেবা চালিয়ে যাওয়া শুধু নয়, তা আরও প্রসারিত করতে টেলিকম সার্ভিস প্রোভাইডাররা স্পেকট্রাম নিলামে অংশ নিয়ে থাকেন।
Site Admin | June 27, 2024 11:19 AM