মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 16, 2024 9:56 AM

printer

টাইফুন ইয়াগির তান্ডবে ক্ষতিগ্রস্ত দেশগুলিকে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে অপারেশন সদভাবের সূচনা করেছে ভারত।

টাইফুন ইয়াগি-র তান্ডবে ক্ষতিগ্রস্ত ভিয়েতনামের জন্য সরকার অপারেশন সদভাব এর সূচনা করেছে। বিদেশমন্ত্রক সূত্রে জানানো হয়েছে, সদভাবের আওতায় ভিয়েতনামকে ১০ লক্ষ মার্কিন ডলার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিশেষ বিমানে ইতোমধ্যেই ভিয়েতনাম পৌঁছেছে ৩৫ টন ত্রাণ সহায়তা। এতে রয়েছে জল শোধন সামগ্রী, জলের পাত্র, ব্ল্যাঙ্কেট, বাসনপত্র এবং সৌর লন্ঠন। নতুন দিল্লী ১০ টন মানবিক সহায়তাও লাওসে পৌঁছে দিয়েছে। এর মধ্যে রয়েছে পরিচ্ছন্নতা রক্ষার কিট, মশারি ও মশা রোধক সামগ্রী, স্লিপিং ব্যাগ, জেনারেটর ইত্যাদি। নৌ বাহিনীর জাহাজ আইএনএস সতপুরার মাধ্যমেও পাঠানো হয়েছে শুকনো খাবার দাবার, জামা কাপড় এবং ওষুধ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন