মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 16, 2024 6:58 PM

printer

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহনের প্রচারাভিযান তুঙ্গে

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহনের জন্য N.D.A. এবং I.N.D.I.A. জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ প্রচারাভিযানে অংশ নিয়েছেন।  

বরিষ্ঠ বিজেপি নেতা, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ আজ দুমকা, দেওঘর এবং গিরিডিতে নির্বাচনী জনসভায় যোগ দেন। তিনি অভিযোগ করেন, হেমন্ত সোরেনের JMM সরকার আদিবাসীদের ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে। শ্রী শাহ বলেন, রাজ্যের আদিবাসীদের উন্নয়নে কংগ্রেসের UPA সরকার পর্যাপ্ত তহবিল বরাদ্দ করেনি।

জামতাড়ায় এক সমাবেশে BJP নেতা তথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা, রাজ্যসরকারের কঠোর সমালোচনা করেন। সমাবেশে চলচ্চিত্র তারকা ও BJP নেতা মিঠুন চক্রবর্তী উপস্থিত ছিলেন। এছাড়া, NDA প্রার্থীদের সমর্থনে প্রচার করেন বরিষ্ঠ BJP নেতা শিবরাজ সিং চৌহান, চম্পাই সোরেন প্রমুখ।

অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, জামতাড়া এবং খিজরিতে জনসভায় অভিযোগ করেন, কেন্দ্রের BJP সরকার ঝাড়খন্ডের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে। তাঁর অভিযোগ খনিজ পদার্থ থেকে রাজ্যের পাওনা সেস দেওয়া হচ্ছে না।  

বরিষ্ঠ ঝাড়খন্ড মুক্তি মোর্চা নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন দুমকায় এক জনসভায় অভিযোগ করেন, BJP তাঁর সরকারকে ভয় দেখানোর চেষ্টা চালাচ্ছে। কেন্দ্রীয় এজেন্সীগুলিকে ব্যবহার করে তারা রাজ্যে ভোটে জিততে চাইছে।

আর JD নেতা তেজস্বী যাদব গিরিডির বাগোদরে এক জনসভায় ওভিযোগ করেন যে, বিজেপি মানুষের মধ্যে ভেদাভেদ করতে চাইছে। আজসুর নেতা, বাম জোট প্রার্থীর নেতৃবৃন্দ আজ ঝাড়খন্ডের বিভিন্ন এলাকায় রোড শো এবং র‍্যালীর আয়োজন করে। CPI(M) নেত্রী বৃন্দা কারাত আজ দুমকায় অভিযোগ করেন, যে BJP এবং JMM–এর জোট তাদের শাসনকালে রাজ্যের মানুষের সঙ্গে প্রতারনা করেছে।

এদিকে, আজ ঝাড়খন্ড মুক্তি মোর্চার বিদায়ী বিধায়ক দীনেশ মারান্ডী BJPতে যোগ দিয়েছেন।

উল্লেখ্য, রাজ্যে দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোট নেওয়া হবে আগামী ২০ তারিখ। গননা ২৩শে নভেম্বর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন