মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 13, 2024 1:30 PM

printer

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোট গ্রহণ চলছে

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ৪৩টি আসনে আজ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ এগিয়ে চলেছে। ১৫টি জেলার ৪৩টি আসনে আজ ভোট নেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত গড়ে ২৯ শতাংশের কিছু বেশী ভোট পড়েছে।   

আজ এরই সঙ্গে চলছে ১০টি রাজ্যের ৩১টি বিধানসভা কেন্দ্র এবং কেরালার ওয়েনাড লোকসভা আসনের উপনির্বাচনের ভোট গ্রহণ। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া এই আসনে প্রিয়াঙ্কা প্রার্থী হয়েছেন। ওয়েনাডে এ’পর্যন্ত ২৭ শতাংশের কিছু বেশী ভোট পড়েছে।

ঝাড়খন্ডে ৯৫০টি স্পর্শকাতর বুথে বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে। বাকি বুথগুলিতে ভোট চলবে ৫টা পর্যন্ত। ৭৩জন মহিলা সহ ৬৮৩জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ১ কোটি ৩৭ লক্ষের বেশী ভোটদাতা। বিশিষ্ট প্রার্থীদের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপির চম্পাই সোরেন সরাইকিলা থেকে, রাজ্যসভার সাংসদ JMM প্রার্থী মহুয়া মাঝি রাঁচি থেকে, কংগ্রেসের রামেশ্বর ওঁরাও লোহারডাঙ্গা থেকে, JDU-এর সরযূ রাই জামশেদপুর পশ্চিম থেকে এবং আজসু-র হরেলাল মাহাতো ইছাগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে ঢালাও নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ২০০ কোম্পানী আধাসামরিক বাহিনী রাজ্যজুড়ে মোতায়েন করা হয়েছে। আন্তঃজেলা সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। নকশাল তৎপরতার মোকাবিলায় উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, চত্তিশগড় ও ওড়িশার সীমান্তবর্তী এলাকায় যৌথবাহিনী, তল্লাশি অভিযান চালাচ্ছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা সামাল দিতে হেলিকপ্টার মজুত রাখা হয়েছে। ঝাড়খন্ডে দ্বিতীয় দফায় ভোট নেওয়া হবে বিশে নভেম্বর।   

আজ রাজস্থানের-সাত, পশ্চিমবঙ্গের-ছয়, আসামের-পাঁচ, বিহারের-চার, কর্ণাটকের-তিন, মধ্যপ্রদেশের-দুই এবং ছত্তিশগড়, গুজরাট, কেরালা ও মেঘালয়ের একটি করে আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হচ্ছে। ভোট গণনা ২৩শে নভেম্বর।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন