ঝাড়খন্ডের বিধানসভায় আস্থাভোটে জয়লাভের পর মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আজ তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন রাজভবনে আজ ১১ জন বিধায়ককে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করান। এর মধ্যে চম্পাই সোরেন, বৈদ্যনাথ রাম, দীপক বীরুয়া, মিথিলেশ কুমার ঠাকুর, হাফিজুল হাসান এবং বেবি দেবী ৬ জন ঝাড়খন্ড মুক্তি মোর্চার বিধায়ক। এ ছাড়াও, কংগ্রেসের ৪ এবং আর জে ডির ১ বিধায়ক নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন।
এর আগে, আজ সকালে হেমন্ত সোরেন সরকার আস্থা ভোটে জয়ী হয়। ঝাড়খন্ড মুক্তি মোর্চার ৪৫ জন বি্ধায়কই প্রস্তাবের পক্ষে ভোট দেন। আস্থা ভোটের জয়ী হতে ৩৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আস্থা প্রস্তাব পেশ করেন। অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো এই নিয়ে আলোচনার জন্য এক ঘন্টা সময় দেন। আলোচনার পরেই শুরু হয় ভোটাভুটি ।
জমি কেলেঙ্কারিতে অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতারি থেকে জামিনে মুক্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই, গত চৌঠা জুলাই, ৪৮ বছর বয়সী হেমন্ত সরেন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।