মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 8, 2024 3:09 PM

printer

ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন সরকার আস্থা ভোটে জয়ী।

ঝাড়খন্ডে হেমন্ত সোরেন সরকার আস্থা ভোটে জয়ী হয়েছে। ঝাড়খন্ড মুক্তি মরচার ৪৫ জন বি্ধায়কই প্রস্তাবের পক্ষে ভোট দেন। আস্থা ভোটের জয়ী হতে ৩৯ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। বিধানসভার বিশেষ অধিবেশনে আজ মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন আস্থা প্রস্তাব পেশ করেন। অধ্যক্ষ রবীন্দ্রনাথ মাহাতো এই নিয়ে আলোচনার জন্য এক ঘন্টা সময় দেন। আলোচনার পরেই শুরু হয় ভোটাভুটি । 

জমি কেলেঙ্কারিতে অর্থ তছরুপের অভিযোগে গ্রেফতারি থেকে জামিনে মুক্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই, গত চৌঠা জুলাই, ৪৮ বছর বয়সী হেমন্ত সরেন মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।

             ৮১ সদস্যের বিধানসভায় পাঁচটি আসন শুন্য রয়েছে। ক্ষমতাসীন জোটের পক্ষে ৪৬ জন বিধায়ক রয়েছেন। এর মধ্যে ২৭ জন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার, ওজন কংগ্রেসের, এবং আরজেডি ও সিপিআইএম এল এর একজন করে বিধায়ক রয়েছেন। 

           অন্যদিকে, বিরোধী বিজেপির রয়েছেন ২৪ জন বিধায়ক, আজসু-র বিধায়ক সংখ্যা ৩। 

            আস্থা ভোটে জয়ী হওয়ার পর মন্ত্রীরা শপথ নেবেন। বেশকিছু নতুন মুখ এবারের মন্ত্রিসভায় স্থান পেতে পারে বলে মনে করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন