মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 1, 2024 2:52 PM

printer

ঝাড়খান্ড বিধানসভার দ্বিতীয়দফার নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে।

ঝাড়খন্ড বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ের মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আজ শেষ হচ্ছে। এই পর্বে মোট ৬৩৪ জন প্রার্থী মনোনয়ন পেশ করেছেন। আগামী ২০ শে নভেম্বর ৩৮ টি আসনে এই পর্যায়ে ভোট নেওয়া হবে। প্রথম পর্বে ৪৫টি আসনে ভোটগ্রহণ ১৩ই নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রথম দফায় মোট ৬৮৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। ভোট গণনা 23 শে নভেম্বর।

  এদিকে, মহারাষ্ট্রে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য জমা পড়া মনোনয়নপত্রগুলি পরীক্ষা পর ৭ হাজার ৯শো ৯৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন। আগামী ২০শে নভেম্বর মহারাষ্ট্র বিধানসভার ২৮৮ টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

           অন্যদিকে ৯ শো ২১ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানানো হয়েছে।

উল্লেখ্য, ২০ শে অক্টোবর থেকে ২৯ শে অক্টোবর পর্যন্ত মনোনয়ন পত্র দাখিলের প্রক্রিয়া চলেছিল।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন