ঝাড়খন্ড মুক্তি মোর্চা, JMM-এর নেতা হেমন্ত্ সোরেন আজ চতুর্থবারের জন্য সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার রাঁচির মোড়হাবাদি ময়দানে তাঁকে শপথবাক্য পাঠ করান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, RJD নেতা তেজসী প্রসাদ যাদব প্রমুখ।
( উল্লেখ্য, ৮১ সদস্যের বিধানসভায় ইন্ডি জোট ৫৬ টি আসন পেয়েছে। অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন NDA ২৪ টি আসনে জিতেছে। একটি আসন পেয়েছে ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা।)
Site Admin | November 28, 2024 6:49 PM