ঝাড়খন্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন আজ ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার রাঁচির মোড়হাবাদি ময়দানে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে পদ ও মন্ত্রগুপ্তির শপথবাক্য পাঠ করাবেন। রাঁচিতে শ্রী সোরেন সাংবাদিকদের বলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এবং ইন্ডি জোটের নেতৃবৃন্দকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন।
উল্লেখ্য ৮১ সদস্যের বিধানসভায় ইন্ডি জোট ৫৬ টি আসন পয়েছে।
অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ ২৪ টি আসনে জিতেছে। একটি আসন পেয়েছে ঝাড়খন্ড লোকতান্ত্রিক ক্রান্তিকারী মোর্চা।