ঝাড়খন্ড ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের প্রচার জোরকদমে এগিয়ে চলেছে। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ ভোটারদের মন জয়ে মিটিং, মিছিল ও রোডশো-এ ব্যস্ত।
প্রধানমন্ত্রী তথা বিজেপি-র শীর্ষ নেতা নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের আকোলা ও নান্দেদে জনসভা করবেন।
২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন বিশে নভেম্বর অনুষ্ঠিত হবে।
ঝাড়খন্ড বিধানসভার প্রথম দফা নির্বাচনে প্রচার শেষ হতে আর মাত্র দু-দিন বাকি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র প্রবীণ নেতা অমিত শাহ্ ঝাড়খন্ডের জামশেদপুরে ছাতারপুর, হাজারিবাগ ও পটকা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর সমর্থনে প্রচার করবেন। জামশেদপুর পশ্চিম কেন্দ্রে তিনি রোডশো-এ অংশ নেবেন।
অন্যদিকে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী পূর্ব সিংভূম জেলার ধানবাদ ও জামশেদপুরে বাঘমারা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী সভায় যোগ দেবেন। প্রবীণ ঝাড়খন্ড মুক্তি মোর্চা নেতা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, রাঁচি খারসাওয়া ও মন্দার কেন্দ্রে প্রচার চালাবেন। এছাড়া আর জে ডি আজসু ও বাম দলের নেতারাও প্রচারে যোগ দিচ্ছেন। ৮১ আসনের ঝাড়খন্ড বিধানসভার দু দফায় নির্বাচন, ১৩ ও বিশে নভেম্বর অনুষ্ঠিত হবে।