ঝাড়খন্ডে দ্বিতীয় দফা বিধানসভা নির্বাচনের প্রচারাভিযান আজ শেষ হয়েছে। মহারাষ্ট্রে একদফা নির্বাচনের প্রচারের সময়সীমা আর কিছুক্ষণ আগে শেষ হয়েছি। বিভিন্ন দলের তারকা প্রচারক ও প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে চেষ্টা চালিয়েছেন।
নবি মুম্বইয়ের বেলাপুরে এক নির্বাচনী জনসভায় বিজেপি সভাপতি জেপি নাড্ডা বলেন, মহায়ুতি সরকারের জন্যই মহারাষ্ট্রের সমৃদ্ধি, কল্যাণ এবং সার্বিক উন্নয়ন হয়েছে। কংগ্রেস ও এনসিপি নেতাদের বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ তুলে তিনি বলেন, দেশকে ৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করতে হলে মহারাষ্ট্রকে এক ট্রিলিয়ন ডলারের অবদান রাখতে হবে। মহায়ুতি সরকার ক্ষমতায় ফিরে এলেই তা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।
মুম্বইয়ের বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন, মহারাষ্ট্রে ক্ষমতাসীন মহায়ুতি সরকার, এমন সব প্রকল্প রূপায়নে ব্যর্থ হয়েছে যা ৫ লক্ষ যুবকের কর্মসংস্থান নিশ্চিত করতে পারতো।
এনসিপি শরদ পাওয়ার গোষ্ঠীর প্রধান শরদ পাওয়ার, পুনে ও অহল্যানগরে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার চালান।
ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলার রাজমহলে আজ জনসভা করেন প্রবীণ বিজেপি নেতা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
অন্যদিকে জেএমএম নেতা, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন জামতাড়ায় নির্বাচনী সভায় বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে বিভাজন তৈরির অভিযোগ করেন।
উল্লেখ্য, দুটি রাজ্যেই আগামী বুধবার ভোটগ্রহণ।