ঝাড়খন্ডে বিজেপি ৩০ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে। এদের বিরুদ্ধে অভিযোগ আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে তারা নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন পালামৌ চন্দ্রমা কুমারী, হাজারিবাগ থেকে কুমকুম দেবী ও বাঁকেবিহারী, দুমকার জুলি দেবী, লাতেহার থেকে বলবন্ত সিং, খারসুয়ান থেকে অরবিন্দ সিং ও বোকারো থেকে চিত্তরঞ্জন সাও ও হাজারিপ্রসাদ সাহু।
রাজ্য বিজেপি সভাপতি বাবুলাল মারান্ডি বলেছেন, বিদ্রোহী বিজেপি নেতাদের ৬ বছরের জন্য দল থেকে সাসপেন্ড করা হয়েছে।
উল্লেখ্য ৮১ সদস্যের ঝাড়খন্ড বিধানসভা নির্বাচন দুই পর্বে – ১৩ ও ২০-শে নভেম্বর অনুষ্ঠিত হবে। ফল ঘোষণা ২৩-শে নভেম্বর।