ঝাড়খন্ডে দ্বিতীয় দফার এবং মহারাষ্ট্রের এক পর্বের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ আগামীকাল। দুই রাজ্যেই প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে।
ঝাড়খন্ডের ১২ টি জেলার ৩৮ টি কেন্দ্রে এই পর্বে ভোট নেওয়া হবে। দ্বিতীয় পর্যায়ের ভোটের ময়দানে রয়েছেন বারহাইত আসনের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। অন্যদিকে ধানওয়ার আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজ্য বিজেপি প্রধান বাবুলাল মারান্ডি। সিল্লি আসনে লড়ছেন আজসু প্রধান সুদেশ মাহাতো।
এদিকে, মুখ্যমন্ত্রীর স্ত্রী কল্পনা সোরেন গান্দে আসনে এবং হেমন্তের ভাই বসন্ত সোরেন প্রতিদ্বন্দ্বিতা করছেন দুমকা থেকে।
এই পর্যায়ে ৫৫ জন মহিলা সহ প্রার্থী রয়েছেন মোট ৫২৮ জন। এক কোটি ২৩ লক্ষেরও বেশি ভোটার আগামীকাল এদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদানের লক্ষ্যে ৬০০ কোম্পানী কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে।
২০১৯-এ এই পর্যায়ের ৩৮ টি আসনের মধ্যে ঝাড়খন্ড মুক্তি মোর্চা জিতেছিল ১৩ টি তে, বিজেপি ১২, কংগ্রেস ৮ এবং সিপিআইএমএল জেতে একটি আসনে।
অন্যদিকে, মহারাষ্ট্রেও আগামীকাল ২৮৮ টি আসনে ভোটগ্রহণের জন্য জোরকদমে প্রস্তুতি চলেছে।