মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 7, 2024 5:11 PM

printer

ঝাড়খণ্ড সরকার রাজ্যের আইনজীবীদের জন্য ৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ঝাড়খণ্ড সরকার রাজ্যের আইনজীবীদের জন্য ৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে রাজ্যের প্রায় ৩০ হাজার আইনজীবী উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঝাড়খন্ড মন্ত্রিসভা ৬৫ বছর বা তার বেশি বয়সী আইনজীবীদের পেনশন প্রতি মাসে সাত হাজার থেকে বাড়িয়ে চোদ্দ হাজার টাকা করার প্রস্তাবও অনুমোদন করেছে। নতুন তালিকাভুক্ত আইনজীবিদের প্রতি মাসে পাঁচ হাজার টাকা stipend  দেবার প্রস্তাবেও সম্মতি দিয়েছে মন্ত্রিসভা।    

     অ্যাডভোকেট জেনারেল রাজীব রঞ্জন বলেছেন যে ঝাড়খণ্ডই দেশের মধ্যে একমাত্র রাজ্য যেখানে আইনজীবীদের কল্যাণের বিষয়টি বিবেচনা করে এ ধরণের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়, যা  এক উদাহরণ ।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন