আসন্ন ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য এনডিএ-র শরিকদের মধ্যে আসন সমঝোতা চূড়ান্ত হয়েছে। রাঁচিতে আজ এনডিএ নেতা হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিজেপি ৬৮টি আসনে লড়াই করবে এবং অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন- এজেএসইউ-কে ১০টি আসন বরাদ্দ করা হয়েছে। জামশেদপুর পশ্চিম ও তামারের দুটি আসন জনতা দল (ইউনাইটেড)-কে এবং চাতরায় একটি আসন চিরাগ পাসোয়ানের নেতৃত্বাধীন এলজেপিকে দেওয়া হয়েছে।
অন্যদিকে, আসন ভাগাভাগির ফর্মুলা নিয়ে সিদ্ধান্ত নিতে আইএনডিআইএ ব্লক তাদের শরিকদের সঙ্গে আলোচনায় ব্যস্ত। এবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এবং সিপিআই (এমএল)-এর সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়বে। জেএমএমের কার্যকরী সভাপতি হেমন্ত সোরেনের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে রাঁচিতে পৌঁছেছেন আরজেডি নেতা তেজস্বী প্রসাদ যাদব। আসন সমঝোতা নিয়ে আলোচনা করতে কাল রাঁচিতে আসছেন শীর্ষ কংগ্রেস নেতা রাহুল গান্ধী।