জ্যুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জেডএসআই, সমস্ত প্রাণী প্রজাতিকে নিয়ে একটি চেকলিস্ট পোর্টাল চালু করেছে। সংস্থার ১০৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতায় আজ এক অনুষ্ঠানে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী ভূপেন্দ্র যাদব, ফনা অফ্ ইন্ডিয়া চেকলিস্ট পোর্টালের আনুষ্ঠানিক সূচনা করেন। তিনি বলেন, সারা বিশ্বে ভারতই প্রথম, বর্তমান সব ধরনের প্রাণীর বিভিন্ন প্রজাতির তথ্য পোর্টালে নথিভুক্ত করলো। এখানে প্রতিটি প্রাণী প্রজাতির নাম, ছবি ও প্রাপ্তিস্থান এবং ১২১টি চেকলিস্টে ১লক্ষ ৪হাজার ৫৬১টি প্রজাতির উল্লেখ রয়েছে। অনুষ্ঠানে অ্যানিম্যাল ডিসকভারিস ২০২৩ এবং প্ল্যান্ট ডিসকভারিস ২০২৩ নামে দুটি বইও মন্ত্রী প্রকাশ করেন। জেডএসআই-এর সঙ্গে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের দশটি মউ স্বাক্ষরিত হয়। এই উপলক্ষে বন ও পরিবেশ মন্ত্রী, অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট ২০২৪-এরও উদ্বোধন করেন। আগামীকাল থেকে ৩রা জুলাই পর্যন্ত এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের গবেষকরা অংশ নেবেন। জেডএসআই-এর অধিকর্তা ধৃতি বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর ‘এক পের মা কে নাম’ অভিযানের অঙ্গ হিসেবে শিশুরা চারা গাছ রোপন করে। সরাসরি শোনানো হয় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’।