জ্ঞানেশ কুমার, দেশের পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে আজ। এতদিন অন্যতম নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা জ্ঞানেশ কুমার,তাঁর স্থলাভিষিক্ত হবেন।
কেরালা ক্যাডারের ১৯৮৮ র ব্যাচের প্রাক্তন IAS আধিকারিক জ্ঞানেশ কুমার, সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিব পদেও আসীন ছিলেন।
এদিকে ড. বিবেক জোশীকে নতুন নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি হরিয়ানা ক্যাডারের ১৯৮৯ এর ব্যাচের IAS আধিকারিক।
রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু , এই দুই কমিশনারকেই নিয়োগ করেছেন।