মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 20, 2025 5:53 PM

printer

জোড়া ঘূর্ণাবর্ত এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলেছে।

জোড়া ঘূর্ণাবর্ত এবং জলীয় বাষ্পের আধিক্যের কারণে রাজ্যের বিস্তীর্ণ অংশে বৃষ্টি চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৩ তারিখ পর্যন্ত রাজ্যের পশ্চিম এবং দক্ষিণের জেলাগুলিতে ভারী বর্ষণের কমলা সতর্কতা রয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে পূর্ব-পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, হুগলী এবং হাওড়া জেলায়। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর ও মালদায় আজ হাল্কা বৃষ্টি পূর্বাভাষ দিয়েছে আবহাওয়া দফতর।

আগামীকাল দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার কিছু অংশে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। বইবে ঝোড়ো হাওয়া।

পুরুলিয়ার মানবাজারের আকরো গ্রামে ইটভাটায় কাজ করতে যাওয়ার পথে হঠাৎ’ই  বজ্রপাতে এক মহিলার মৃত্যু হয়েছে। আহত একাধিক। জানা গেছে, জনা পাঁচেক শমিক ইটভাটার দিকে যাওয়ার সময় হঠাত’ই বাজ পড়ে। গুরুতর আহত অবস্থায় তাঁদের বান্দোয়ান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে জবা মুদি নামে একজনের মৃত্যু হয়। আহতদের চিকিৎসা চলছে। 

    বাঁকুড়ার বড়জোড়া, সোনামুখীর মানাচর সহ কোতোলপুর ও ইন্দাস ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলু চাষীরা ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন। 

  বিভিন্ন জেলায় দুর্যোগের মধ্যে পরীক্ষা কেন্দ্রে যেতে অসুবিধার সম্মুখীন হয় পরীক্ষার্থীরা।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন