মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

October 9, 2024 6:17 PM

printer

জুনিয়ার ডাক্তারদের ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচীকে কেন্দ্র করে আজ ধর্মতলা চত্ত্বর উত্তপ্ত।

পূর্ব ঘোষণা মতো জুনিয়ার ডাক্তারদের ‘অভয়া পরিক্রমা’ কর্মসূচীকে কেন্দ্র করে আজ ধর্মতলা চত্ত্বর উত্তপ্ত। চাঁদনীচকে পুলিশ ‘অভয়া পরিক্রমা-র ম্যাটাডোরগুলিকে আটকে দেয়। পুলিশের সঙ্গে জুনিয়ার ডাক্তারদের প্রথমে বচসা, পরে ধস্তাধস্তি শুরু হয়। ম্যাটাডোরগুলিকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে ধর্মতলার দিকে এগিয়ে যান আন্দোলনকারীরা। এর জেরে সেন্ট্রাল অ্যাভেনিউ শ্যামবাজারমুখী রাস্তা পুরোপুরি অবরুদ্ধ হয়ে পড়ে। এক পুলিশ কর্মী সামান্য আহত হয়েছেন বলে খবর।

   এদিকে, ধর্মতলায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রবল যানজট তৈরী হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে গাড়ি চালকরা।

 উল্লেখ্য, গতকালই RG Kar এবং কুলতলীর নির্যাতিতার প্রতিকী মূর্তি নিয়ে পুজো মন্ডপে ঘোরার কথা ঘোষণা করেছিলেন আন্দোলনকারী জুনিয়ার ডাক্তাররা।

   অন্যদিকে, ডাক্তার নার্সদের তিনটি সংগঠন, RG Kar কান্ডের সঠিক তদন্ত চেয়ে CGO কমপ্লেক্স অভিযান করেছেন। করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু হয়ে  CGO কমপ্লেক্স  পর্যন্ত গেছেন তাঁরা। মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টর্স ফোরাম এবং নার্সেস ইউনিটি এই অভিযানের ডাক দেয়। CGO কমপ্লেক্স চত্ত্বরে বাড়ানো হয়েছে নিরাপত্তা।

   ১০ দফা দাবীতে অনশনরত জুনিয়ার ডাক্তারদের সমর্থনে বিভিন্ন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে সিনিয়ার ডাক্তার-অধ্যাপকদের গণইস্তফা অব্যাহত। RG Kar-এর পর কলকাতা মেডিক্যাল কলেজ, ন্যাশনাল মেদিক্যাল কলেজের সিনিয়ার ফ্যাকাল্টিরা গণইস্তফা দিয়েছেন বলে খবর। গণইস্তফা-র খবর মিলেছে উত্তরবঙ্গ, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ, মেদিনীপুর মেডিক্যাল কলেজে। উত্তর ২৪ পরগণার সাগর দত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে প্রায় ৩০ জন সিনিয়ার ফ্যাকাল্টি গণইস্তফা দিয়েছেন বলে আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন।  

  রাজ্য সরকার অনশনরত জুনিয়ার চিকিৎসকদের স্বাস্থ্যের বিষয়ে গুরুত্ব দিয়ে অবিলম্বে তাঁদের সঙ্গে আলোচনায় না বসলে, আগামী দিনে আরো কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন