আলোচনার লাইভ স্ট্রিমিং-এর দাবিতে জুনিয়ার ডাক্তাররা অনড় থাকায় নবান্নে প্রস্তাবিত বৈঠক ভেস্তে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, আন্দোলনকারীরা বিচার চান না, তার চেয়ারটা চান। মানুষের স্বার্থে পদত্যাগ করতেও রাজি আছেন তিনি।
জুনিয়ার ডাক্তাদের সঙ্গে বৈঠকের জন্য ২ ঘণ্টা অপেক্ষা করার পর নবান্ন ছেড়ে বেরনোর আগে গত সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের ২-৩ জন আলোচনা চান না, এব্যাপারে বাইরে থেকে হস্তক্ষেপ করা হচ্ছে। আর জি কর মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সিবিআই এর তদন্ত করছে, তাই তাঁর নিজের আপত্তি না থাকলেও আলোচনার লাইভ স্ট্রিমিং সম্ভব নয় বলে জানান তিনি ।
আর জি কর কান্ডের প্রতিবাদে স্বাস্থ্য ভবনের সামনে মঙ্গলবার থেকে অবস্থান চালিয়ে যাওয়া জুনিয়ার ডাক্তারদের সঙ্গে রাজ্য সরকারের আলোচনায় বসা নিয়ে টানাপোড়েনের মধ্যেই গতকাল মুখ্য সচিবের পাঠানো ই-মেলের জবাবে আন্দোলনকারীরা ৩০ জন প্রতিনিধি নিয়ে নবান্নে যাওয়ার কথা জানিয়ে দেন। কিন্তু বৈঠকের লাইভ স্ট্রিমিং নিয়ে নিজেদের অবস্থানে তারা অনড় থাকায় শেষ পর্যন্ত আলোচনা হতে পারেনি। মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ শীর্ষ আধিকারিকরা বারবার তাদের বোঝানোর চেষ্টা করেন। নবান্ন সভাঘরে অপেক্ষায় থাকেন মুখ্যমন্ত্রী এবং নবান্নের বাইরে জুনিয়ার ডাক্তাররা। শেষ পর্যন্ত স্বাস্থ্য ভবনের সামনে ধর্না অবস্থানে ফিরে যান আন্দোলনকারীরা। স্বচ্ছতা বজায় রাখতেই তারা লাইভ স্ট্রিমিং চেয়েছিলেন। মুখ্যমন্ত্রীর পদত্যাগ তাদের দাবি নয় বলেও তারা জানিয়ে দেন।