মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 21, 2025 6:50 AM

printer

জিম্বাবোয়ের কিরস্টি কভেন্ট্রি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-আইওসি-র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

জিম্বাবোয়ের কিরস্টি কভেন্ট্রি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি-আইওসি-র প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। আইওসি-র ইতিহাসে তিনিই প্রথম মহিলা সভাপতি। গ্রিসের কোস্টা নাভারিনোতে আইওসির ১৪৪তম অধিবেশনে গতকাল সভাপতি নির্বাচিত  হন ৪১ বছর বয়সী নাভারিনো।

       কভেন্ট্রি, টমাস বাখের স্থলাভিষিক্ত হবেন।  টমাসের মেয়াদ শেষ হচ্ছে ২৩ জুনের পর।  আইওসির সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান জয় শা কভেন্ট্রিকে অভিনন্দন জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন