মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 19, 2024 9:12 PM

printer

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগামী ২০৩০সালের মধ্যে সারাদেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করবে।

জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আগামী ২০৩০সালের মধ্যে সারাদেশে ভূমিধস প্রবণ এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার ব্যবস্থা চালু করবে। কলকাতায় আজ সংস্থার ন্যাশনাল ল্যান্ডস্লাইড ফোরকাস্টিং সেন্টার বা জাতীয় ভূমিধস পূর্বাভাস কেন্দ্রের উদ্বোধন করে কেন্দ্রীয় খনি মন্ত্রী জি কিষাণ রেড্ডি একথা জানিয়েছেন। তিনি বলেন, এই কেন্দ্রের অধীনে আগামীকাল থেকে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিমপং এবং তামিলনাড়ুর নীলগিরিতে ভূমিধস প্রবন এলাকাগুলিতে পূর্বাভাস দেওয়ার কাজ শুরু হবে। এই পদ্ধতিতে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পাঠানো পূর্বাভাস কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে রাজ্য সরকার,জেলা প্রশাসন এবং সাধারণ মানুষের কাছে পর্যন্ত ভূমিধসের পূর্বাভাস পৌঁছে দেওয়া হবে। এরপর শীঘ্রই দেশের আরও ৩৬টি ভূমিধস প্রবণ এলাকায় এই পদ্ধতি চালু হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন