জার্মান রাষ্ট্রপতি ফ্রাংক ভাল্টার স্টাইনমায়ার পার্লামেন্টের নিম্ন কক্ষ বুন্দেসটাগ ভেঙ্গে দিয়েছেন। এর ফলে আগামী ২৩ শে ফেব্রুয়ারি নির্বাচনের পথ প্রশস্ত হল। চ্যান্সেলর ওলাফ শলৎজ এর তিন দলীয় জোট ভেস্তে যাওয়ার ফলে এই নির্বাচনের জরুরী হয়ে পড়ে।
স্টাইনমায়ার জানিয়েছেন, বর্তমানের এই কঠিন সময়ে সংসদে একটি স্থিতিশীল , দক্ষ ও সংখ্যাগরিষ্ঠ সরকারের প্রয়োজন। নির্বাচনের পর, উদ্ভূত সমস্যা মিটে যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, সোশ্যাল ডেমক্রাট ওলাফ শলৎজ, এ মাসেরা গোড়ায় সংসদে আস্থা ভোটে জয়ী হতে পারেন নি । নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তিনি তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন।