মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 28, 2025 9:59 AM

printer

জার্মান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আজ মিক্সড ডাবলসের কোয়ার্টার ফাইনালে ভারত – চীন মুখোমুখি

জার্মান ওপেন ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আজ ভারতের মিক্সড ডাবলস জুটি ধ্রুব কপিলা ও তানিশা ক্রাস্টো কোয়ার্টার ফাইনালে চীনের গাও জিয়া জুয়ান ও উ মেং ইংয়ের বিরুদ্ধে খেলবেন। জার্মানির জোন্স রালফি জ্যানসেন ও থুক ফুয়ং এনগুয়েনকে ২১-১০, ২১-১৯ ব্যবধানে হারিয়ে ভারতীয় জুটি কোয়ার্টার ফাইনালে ওঠেন।
পুরুষদের সিঙ্গলসে কানাডার ব্রায়ান ইয়াংকে হারিয়ে জয় পেয়েছেন বিশ্বের ৫৯ নম্বর থারুন মান্নেপাল্লি। আজ রাতে মানেপল্লি মুখোমুখি হবেন ফরাসি খেলোয়াড় সি পপভের ।

মেয়েদের সিঙ্গলসে রক্ষিতা রামরাজ ও উন্নাতি হুডা দুজনেই কোয়ার্টার ফাইনালে উঠেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন