মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 15, 2025 1:59 PM

printer

বিদেশমন্ত্রী জার্মানিতে ৬১ তম মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে ইউক্রেনের বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জার্মানির মিউনিখে নিরাপত্তা সংক্রান্ত সম্মেলনের ফাঁকে ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা্-র সঙ্গে বৈঠক করেন। ইউক্রেনের সংঘাত নিয়ে যে সিদ্ধান্ত গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে, সেই বিষয়টি ছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়েও তাঁরা মত বিনিময় করেছেন। বিদেশমন্ত্রী নরওয়ের প্রধানমন্ত্রী জোনস্ গার স্টোর, মিচিগানের সংসদ সদস্য এলিজা স্লোটকিন এবং ওয়াসো মেয়র রাফাল ট্রজাস্কোস্কি-এর সঙ্গে একটি মত বিনিময়ের অনুষ্ঠানে যোগ দেন। এই মত বিনিময়ের অনুষ্ঠানের মূল বিষয় ছিল গণতন্ত্রের প্রাণবন্ত শক্তিকে আরও শক্তিশালী করা। বিদেশমন্ত্রী বলেন, তিনি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারতের ভূমিকার কথা তুলে ধরেন। শ্রী জয়শঙ্কর অনন্ত অ্যাসপেন সেন্টারে আয়োজিত আর একটি আলোচনা চক্রে যোগ দেন। এই আলোচনা চক্রের মূল বিষয় ছিল আগামী দিনে ভারতের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জের মূল্যায়ন। শ্রী জয়শঙ্কর জার্মানির বাভারিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মার্কুস স্ল্যোডার-এর সঙ্গে সাক্ষাৎ করেন। আলোচনায় ভারতের সঙ্গে বাভারিয়ার অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয় নিয়ে তাঁরা মত বিনিময় করেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন