জার্মানিতে আজ সাধারণ নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। সমীক্ষায় দেখা যাচ্ছে যে চ্যান্সেলর ওলাফ শলৎস এর সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) পিছিয়ে রয়েছে। বিরোধী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)-এর ফ্রেডরিক মেরৎস চ্যান্সেলর পদের জন্য এগিয়ে আছেন। এছাড়াও, এলিস ভাইডেলের কট্টরপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-ও কড়া টক্কর দিচ্ছে।
সমীক্ষা অনুযায়ী, ২৯% মানুষ ফ্রেডরিক মেরৎসের দলকে সমর্থন করছেন, অন্যদিকে কট্টরপন্থী এলিসের দল এএফডি-কে ২১% মানুষ সমর্থন দিয়েছেন। এদের মধ্যে ৬০%-এর বেশি যুবক। ১৬% মানুষের সমর্থন নিয়ে চ্যান্সেলর শোলৎসের এসপিডি তৃতীয় স্থানে রয়েছে।