মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 23, 2025 10:09 AM

printer

জার্মানিতে আজ সাধারণ নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে

জার্মানিতে আজ সাধারণ নির্বাচনের জন্য ভোট গ্রহণ চলছে। সমীক্ষায় দেখা যাচ্ছে যে চ্যান্সেলর ওলাফ শলৎস এর সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (এসপিডি) পিছিয়ে রয়েছে। বিরোধী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন (সিডিইউ)-এর ফ্রেডরিক মেরৎস চ্যান্সেলর পদের জন্য এগিয়ে আছেন। এছাড়াও, এলিস ভাইডেলের কট্টরপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি)-ও কড়া টক্কর দিচ্ছে। 

সমীক্ষা অনুযায়ী, ২৯% মানুষ ফ্রেডরিক মেরৎসের দলকে সমর্থন করছেন, অন্যদিকে কট্টরপন্থী এলিসের দল এএফডি-কে ২১% মানুষ সমর্থন দিয়েছেন। এদের মধ্যে ৬০%-এর বেশি যুবক। ১৬% মানুষের সমর্থন নিয়ে চ্যান্সেলর শোলৎসের এসপিডি তৃতীয় স্থানে রয়েছে। 

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন