জামশেদপুর এফ সি ISL ফুটবলের সেমিফাইনালে উঠেছে। শিলং এর জওহরলাল নেহরু স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় প্লে অফ ম্যাচে জামশেদপুর এফ সি ২-০ গোলে নর্থ ইস্ট ইউনাইটেড এফ সিকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন স্টিফেন এজে, ও জাভি হার্নান্দেজ। জামশেদপুর এফসি, সেমিফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট-এর বিরুদ্ধে খেলবে।
Site Admin | March 31, 2025 8:01 AM
জামশেদপুর এফ সি ISL ফুটবলের সেমিফাইনালে উঠেছে।
