মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 13, 2024 7:50 PM

printer

জাতীয় মেডিক্যাল কমিশন, দেশের সমস্ত মেডিক্যাল কলেজে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা নিয়ে অ্যাডভাইজারি পাঠিয়েছে।

জাতীয় মেডিক্যাল কমিশন, ডাক্তারি পড়ুয়াদের ওপর হিংসার যেকোনো ঘটনা ঘটামাত্র সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে তদন্ত শুরু, পুলিশকে এফ আই আর দায়ের এবং ঘটনার ৪৮ ঘন্টার মধ্যে কমিশনকে ‘অ্যাকশান টেকেন রিপোর্ট’ পাঠানোর নির্দেশ দিয়েছে। দেশের সমস্ত মেডিক্যাল কলেজে কাজের নিরাপদ পরিবেশ সুনিশ্চিত করা নিয়ে অ্যাডভাইজারি পাঠিয়েছে কমিশন।
প্রতিবাদী চিকিৎসকদের কেন্দ্র, আর জি কর -এর ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবার এবং চিকিৎসকদের ওপর আক্রমণের ঘটনা রুখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা কার্যকর করার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা আজ নতুন দিল্লীতে ‘ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনে’র প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন। কলকাতা হাইকোর্টের সি বি আই তদন্তের নির্দেশকে স্বাগত জানান তিনি।
এদিকে, জাতীয় মানবাধিকার কমিশন, আর জি কর হাসপাতালে মহিলা PGT ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে স্বতঃপ্রণোদিত হয়ে মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে। দু-সপ্তাহের মধ্যে বিশদ রিপোর্ট পেশ করতে হবে তাঁদের।
অন্যদিকে, জাতীয় মহিলা কমিশনের সদস্যরা আজ আর জি কর হাসপাতালে যান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন