রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ মানবাধিকার দিবস উপলক্ষে নতুন দিল্লিতে জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত একটি অনুষ্ঠানে ভাষণ দেবেন। এক বিবৃতিতে, জাতীয় মানবাধিকার কমিশন- এন এইচ আর সি জানিয়েছে যে দিনটির উদযাপনের লক্ষ্যে মানসিক সুস্থতার ওপর একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য দেশে মানবাধিকার লঙ্ঘনের ২৩ লক্ষয়ের বেশি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং মানবাধিকার লঙ্ঘনের ফলে অনুদান হিসাবে প্রায় ২৫৬ কোটি টাকা সুপারিশ করা হয়েছে।