জাতীয় নির্বাচন কমিশন আজ দিল্লি বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করবে। দুপুর ২-টোয় এক সাংবাদিক বৈঠকে নির্বাচনী প্যানেল ভোটের দিনক্ষণ জানাবেন। ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভার মেয়াদ আগামী মাসের ২৩ তারিখ শেষ হচ্ছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, ৮৩ লক্ষের বেশি পুরুষ এবং ৭১ লক্ষের বেশি মহিলা নিয়ে ১ কোটি ৫৫ লক্ষের অধিক ভোটার এবার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। সবচেয়ে বেশি ভোটার রয়েছেন, বিকাশপুরী আসনে এবং দিল্লি ক্যান্টনমেন্টের ভোটার সংখ্যা সর্বনিম্ন।
ইতিমধ্যেই শাসক আম-আদমী পার্টি জাতীয় রাজধানীর সবকটি আসনে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপি প্রার্থী দিয়েছে ২৯-টি আসনে। কংগ্রেসও তাদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে।