মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 5, 2025 1:26 PM

printer

জাতীয় তদন্তকারী সংস্থা- NIA, কেরালার RSS নেতা কে এস শ্রীনিবাসনের মূল হত্যাকারীকে কেরালার কোচি থেকে গ্রেপ্তার করেছে।

জাতীয় তদন্তকারী সংস্থা- NIA, কেরালার RSS নেতা কে এস শ্রীনিবাসনের মূল হত্যাকারীকে কেরালার কোচি থেকে গ্রেপ্তার করেছে। ২০২২ সালের এপ্রিল মাসে পালাক্কাদে এই RSS নেতাকে আততায়ীরা হত্যা করে। নিষিদ্ধ ঘোষিত ‘পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া’ এই হত্যাকান্ডে জড়িত বলে অভিযোগ করা হয়।  মূল অভিযুক্ত সামনাদ ইলিক্কল, মালাপ্পুরামের মনজেরির বাসিন্দা। গত তিন বছর সে আত্মগোপন করেছিল। NIA তার মাথার দাম ধার্য করে সাত লক্ষ টাকা।     

ইতিমধ্যে ৬৩ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে।   

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন