জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচি-NTEP-র জন্য, অধ্যাপক ও ডাক্তার সৌম্যা স্বামীনাথানকে মুখ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রক। তিনি বিনা পারিশ্রমিকে এই কাজ করবেন। মন্ত্রকএক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে, নির্দিষ্ট লক্ষ্য পৌঁছানো, গবেষণা সংক্রান্ত কৌশলগত সিদ্ধান্তগ্রহণ ও প্রয়োজনীয় বিষয়ে উপদেশ দেবেন ডাক্তার সৌম্যা স্বামীনাথান। বিশেষজ্ঞ দল গঠনেওসাহায্য করবেন তিনি। জাতীয় যক্ষ্মা নির্মূল কর্মসূচির অধীনে কি কি কাজ হয়েছে সেইবিষয়ে মন্ত্রক, সরকারি আধিকারিক ও অংশীদারদের প্রয়োজনীয় সহায়তা করবেনস্বামীনাথান। উল্লেখ্য, তিনি বিশ্ব স্বাস্থ্য সংগঠন-WHO-র প্রধান বৈজ্ঞানিক এবং ভারতীয় চিকিৎসা গবেষণা পর্ষদ-আইসিএমআর-এর ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেছেন।
Site Admin | July 9, 2024 10:06 PM