জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল আগামীকাল নতুন দিল্লীতে মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে সাক্ষাৎ করবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে গুরুত্বপূর্ণ এবং আসন্ন প্রযুক্তি (iCET) ও অন্যান্য দ্বিপাক্ষিক বিষয়ে বিস্তৃত আলোচনা হবে। চলতি সপ্তাহের শুরুতে সাংবাদিক সম্মেলনে, ভারতের বিদেশ মুখপাত্র রণধীর জয়ওয়াল জানান, যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে লাগাতার বিস্তারিত আলাপ-আলোচনা চলছে। সফরকালে জেক সুলিভান বিদেশ মন্ত্রী ডঃ এস. জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করবেন। তাঁর দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি পরিদর্শন করারও কথা রয়েছে।
Site Admin | January 5, 2025 9:45 PM