জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দু’দিনের সফরে কলম্বো পৌঁছেছেন। সেখানে কলম্বো সুরক্ষা কনক্লেভে আলোচিত বিষয়গুলি পর্যালোচনা করবেন তিনি। সন্ত্রাসবাদের মোকাবিলা, পুলিশ এবং সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রগুলিতে দক্ষতা বৃদ্ধিতে ভারত, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ যৌথভাবে এই মঞ্চ গড়ে তুলেছে। ভারত মহাসাগরীয় অঞ্চলকে নিরাপদ ও সুরক্ষিত করে তোলাই এই গোষ্ঠীর লক্ষ্য।