জাতীয় ক্রীড়া পুরষ্কার আজ ঘোষণা করা হয়েছে। বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ, প্যারিস অলিম্পিকে দুটি পদকজয়ী মানু ভাকের, ভারতীয় হকি দলের ক্যাপ্টেন হারমানপ্রিত সিং, প্যারিস প্যারালিম্পিকসে স্বর্ণ পদক জয়ী প্রবীণ কুমারকে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরষ্কার দেওয়া হবে।
অ্যাথলিট জ্যোতি ইয়ারাজি, আন্নু রানি, বক্সার নিতু ও সুইটি, প্যারা তীরন্দাজ রাকেশ কুমার, প্যারা আথলিট প্রীতি পাল, জীবনজি দীপ্তি, অজিৎ সিং, শচীন খিলাড়ি সহ ৩০ জনকে অর্জুন পুরষ্কার দেওয়া হবে। অ্যাথলিট সুচা সিং, প্যারা সাঁতারু মুরলিকান্ত পেটকারকে লাইফটাইম অর্জুন পুরষ্কারে ভূষিত করা হবে।
প্যারা শুটিং কোচ সুভাষ রানা, শুটিং কোচ দীপালি দেশপান্ডে, হকি কোচ সন্দীপ সংওয়ান, ব্যাডমিন্টন কোচ এস মুরলিধরন এবং ফুটবল কোচ আরমানডো অগ্নেলো কোলাকো কে দেওয়া হবে দ্রোণাচার্য পুরষ্কার ।
ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়াকে রাষ্ট্রীয় খেল প্রৎসাহান পুরষ্কার দেওয়া হবে।
চণ্ডীগড় ইউনিভার্সিটি, লাভলি প্রোফেশনাল ইউনিভার্সিটি, গুরু নানক দেভ ইউনিভার্সিটি, অমৃতসর মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি প্রদান করা হবে। চলতি মাসের ১৭ তারিখে রাষ্ট্রপতি ভবনে এক বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হবে। প্রাক্তন সুপ্রীম কোর্টের বিচারপতি ভি রামাসুব্রামানিয়ান এর নেতৃত্বে নির্বাচক কমিটি পুরষ্কার প্রাপকদের নাম প্রস্তাব করে।