মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 29, 2024 7:37 PM

printer

জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে “অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের ক্ষমতায়ন প্রশিক্ষণ” বা RESET কর্মসূচীর সূচনা করেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী, ডঃ মনসুখ মান্ডভিয়া

কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী, ডঃ মনসুখ মান্ডভিয়া আজ নতুন দিল্লিতে জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে “অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের ক্ষমতায়ন প্রশিক্ষণ” বা RESET কর্মসূচীর সূচনা করেন৷ এই উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডঃ মান্ডভিয়া বলেন, “রিসেট প্রোগ্রামের উদ্দেশ্য হল আমাদের অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের ক্ষমতায়ন নিশ্চিত করা। এই ক্রীড়াবিদরা দেশের জন্য খেলেছেন এবং দেশের সম্মান বৃদ্ধি করেছেন। এই কর্মসূচী অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতার ব্যবস্থা করবে, এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের কর্মজীবনের উন্নতির পথে সুবিধা হবে ।” শ্রী মান্ডভিয়া অবসরপ্রাপ্ত সকল ক্রীড়াবিদকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার অবসরপ্রাপ্ত খেলোয়াড়দের সম্ভাব্য সব ধরণের সহায়তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
কর্মসূচীটির মাধ্যমে যেসব ক্রীড়াবিদ খেলাধুলা থেকে অবসর নিয়েছেন, যাদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে, যারা আন্তর্জাতিক পদক বিজয়ী, আন্তর্জাতিক নানা ক্রীড়া প্রতিযোগিতা অংশ নিয়েছেন, যারা জাতীয় ক্রীড়া ফেডারেশনের স্বীকৃত প্রতিযোগিতায় পদক জিতেছেন বা এই সব প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, তাঁরা উপকৃত হবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন