জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেজের মুখপাত্র স্টিফেন ডুজারিকের জানিয়েছেন, মহাসচিব আঞ্চলিক নিরাপত্তা ও পরিস্থিতি স্বাভাবিক করার জন্য অবিলম্বে ইসরাইল ও হিজবুল্লাহকে সংযত হতে আহ্বান জানিয়েছেন। ইসরায়েল লেবাননে হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ বাহিনী তার পালটা জবাব দিয়েছে।
ইসরায়েল এবং হিজবুল্লাহর সংঘাতের মধ্যে লেবাননে জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনী- UNIFIL এবং ওই অঞ্চলে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দায়িত্বপ্রাপ্ত ভারতীয় শান্তিরক্ষীবাহিনীর সদস্যরা এর ফলে সমস্যায় পরেছেন। শিয়া মুসলিমদের দল হিজবুল্লাহ-র নিজস্ব শক্তিশালী মিলিশিয়া রয়েছে, এঁরা দক্ষিণ লেবাননে অত্যন্ত সক্রিয়।
বেইরুটে গত মাসে ইসরায়েল, হিজবুল্লাহ গোষ্ঠীর প্রতিষ্ঠাতা নেতা ফুয়াদ শুকুর-কে হত্যা করে। এর প্রতিশোধ নেওয়ার জন্য ওই গোষ্ঠী নানান প্রস্তুতি নিচ্ছে। লেবানন থেকে ইসরাইলের উপর যেসব জায়গা থেকে ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হবে, সেখানে ইজরায়েলের বিমান বাহিনী ১০০টি জেট বিমানের মাধ্যমে আক্রমণ চালায়।