জশপ্রীত বুমরাহ ভারতীয় টেস্ট বোলারদের মধ্যে আইসিসির ক্রমতালিকায় সর্বাধিক রেটিং পয়েন্ট পেয়ে নজির তৈরি করেছেন। আইসিসির টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখা বুমরাহ ৯০৭ রেটিং পয়েন্ট পেয়েছেন। আইসিসির তরফে প্রকাশিত শেষ ক্রমতালিকায় বুমরাহ ৯০৪ রেটিং পয়েন্টে ছিলেন। বুমরাহ এতদিন ভারতের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রণ অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে ভারতীয় বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্টের অধিকারী ছিলেন। ইংল্যান্ডের প্রাক্তন বোলার সিডনি বার্নস ৯৩২ পয়েন্ট নিয়ে ও জর্জ লোহমান ৯৩১ পয়েন্ট নিয়ে বিশ্ব ক্রিকেটে টেস্ট বোলারদের মধ্যে সর্বাধিক রেটিং পয়েন্ট সংগ্রাহক ছিলেন। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইমরান খান ৯২২ পয়েন্ট পেয়ে ও শ্রীলঙ্কার প্রাক্তন অফ স্পিনার মুথাইয়া মুরলিথরণ ৯২০ পয়েন্ট পেয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স ও প্রাক্তন পেস বোলার গ্লেন ম্যাকগ্রা যুগ্মভাবে পঞ্চম স্থানে আছেন।
Site Admin | January 1, 2025 8:52 PM