মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 6, 2024 9:54 AM

printer

জল সংরক্ষণ, পরিচালন ব্যবস্থাপনা এবং  স্থায়িত্ব সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে নীতি আয়োগ আজ  থেকে পনেরো দিনের ‘জল উৎসব’ শুরু করছে।

জল সংরক্ষণ, পরিচালন ব্যবস্থাপনা এবং  স্থায়িত্ব সংক্রান্ত সচেতনতা গড়ে তুলতে নীতি আয়োগ আজ  থেকে পনেরো দিনের ‘জল উৎসব’ শুরু করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত তৃতীয় মুখ্য সচিব সম্মেলনের সময় ‘নদী উৎসব’-এর আদলে এই  ‘জল উৎসব’-এর প্রস্তাব দেন। সেই প্রস্তাব অনুসারে এই কর্মসুচী  গ্রহণ করা হয়েছে।  

 নীতি আয়োগ জানিয়েছে চব্বিশে নভেম্বর পর্যন্ত ২০টি সম্ভাবনা পূর্ণ জেলা এবং ব্লকে জল উৎসব পালন করা হবে। জাতীয় জল জীবন মিশন, পানীয় জল ও পয়ঃনিকাশী বিভাগ, জল শক্তি মন্ত্রক যৌথভাবে এই কর্মসূচীতে যোগ দেবে। 

২০টি রাজ্যে এই উপলক্ষ্যে  জল সম্পদ সংরক্ষণ এবং  সুরক্ষা ক্ষেত্রে স্থানীয়ব মানুষের সক্রিয়  অংশগ্রহণকে উৎসাহিত করা হয়।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন