জল শক্তি মিশনের মাধ্যমে সরকার গোটা দেশে এখনো পর্যন্ত ১৫কোটি ৫২ লক্ষ গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জল সরবরাহ করেছে। লোকসভায় আজ জল শক্তি মন্ত্রী সি আর পাটিল এক আলোচনায় জবাবী ভাষণে বলেন, ২০১৯ সালে জল শক্তি মিশন চালু হবার সময় তিন কোটি গ্রামীণ পরিবারে পানীয় জল সংযোগ ছিল। তিনি আরো বলেন, ৫ লক্ষ গ্রামের ২৫ লক্ষ মহিলাকে এ ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সমীক্ষায় প্রকাশ, ভারতের প্রতিটি পরিবারে যদি বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করা যায় তবে প্রতিবছর এক লক্ষ ছত্রিশ হাজার শিশুর মৃত্যু রোধ করা সম্ভব।শ্রী পাটিল বলেন বিগত ইউপিএ সরকারের তুলনায় বর্তমান সরকার পানীয় জল সরবরাহের ক্ষেত্রে প্রায় চার গুণ বাজেট বরাদ্দ বৃদ্ধি করেছে।এরপর সভায় জল শক্তি মন্ত্রকের ২০২৫-২৬ এর বাজেটে অতিরিক্ত বরাদ্দ অনুমোদিত হয়।
Site Admin | March 21, 2025 9:35 PM
জল শক্তি মিশনের মাধ্যমে সরকার গোটা দেশে এখনো পর্যন্ত ১৫কোটি ৫২ লক্ষ গ্রামীণ পরিবারে নলবাহিত পানীয় জল সরবরাহ করেছে।
