জর্ডনের আম্মানে অনূর্ধ্ব-১৭ বিশ্ব কুস্তি প্রতিযোগিতায় ভারতের মেয়েরা ১৮৫ পয়েন্ট লাভ করে প্রথম দলগত খেতাব জিতেছে। ১৪৬ পয়েন্ট নিয়ে জাপান দ্বিতীয় স্থানে এবং ৭৯ পয়েন্ট পেয়ে কাজাকস্থান রয়েছে তৃতীয়তে। ভারতের কাজল ৬৯ কেজি বিভাগে ইউক্রেনের আলেকজান্দ্রা রিবার্ককে ৯/২-এ হারিয়ে সোনা জিতেছেন। অন্যদিকে ৪৬ কেজি বিভাগে জাপানের লিউ কাৎসুমার কাছে পরাজিত হয়ে শ্রুতিকা পাটিলকে রূপো নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। ৪০ কেজি বিভগে জাপানের মোনাকা উমেকাওয়া-কে হারিয়ে রাজবালা ব্রোঞ্জ পদক লাভ করেছেন। ভারতের মেয়েরা মোট ৮টি পদক জিতেছেন, তার মধ্যে ৫’টি সোনা, একটি রূপো ও দুটি ব্রোঞ্জ।
ভারতের পুরুষ দলের পাঁচ কুস্তিগীরই সেমি ফাইনালে উঠতে ব্যার্থ হয়েছেন।
ভারতের সংগ্রহে রয়েছে এ’পর্যন্ত ১০ টি পদক।