জর্ডনের আম্মানে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়িনশীপে মহিলাদের ৬২ কেজি বিভাগে ভারতের মনীষা ভানওয়ালা দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক পেয়েছেন। মনীষা ফাইনালে উত্তর কোরিয়ার প্রতিযোগী কিম ওক জু – কে ৮-৭ –এ হারিয়ে চ্যাম্পিয়ন হন। চার বছর পর এই প্রথম কোনো ভারতীয় মহিলা কুস্তিগীর এশীয় চ্যাম্পিয়নশীপে স্বর্ণ পদক পেলেন। গ্রেকো রোমান বিভাগে ভারতের সুনীল কুমার ৮৭ কেজি বিভাগে ব্রোঞ্জ এবং নীতেশ ৯৭ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক পেয়েছেন।
Site Admin | March 29, 2025 6:46 PM
জর্ডনের আম্মানে অনুষ্ঠিত এশীয় কুস্তি চ্যাম্পিয়িনশীপে মহিলাদের ৬২ কেজি বিভাগে ভারতের মনীষা ভানওয়ালা দেশের হয়ে প্রথম স্বর্ণ পদক পেয়েছেন।
