মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

December 30, 2024 11:56 AM

printer

জর্জিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন প্রাক্তন ফুটবলার মিখাইল কাভেলাশভিলি

জর্জিয়ার রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন প্রাক্তন ফুটবলার মিখাইল কাভেলাশভিলি। গত কয়েক সপ্তাহ ধরে রাজধানী তিবিলিসি সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়েছে। কাভেলাশভিলির পূর্বসূরী পশ্চিমা পন্থী সালোম জৌরাবিচভিলি পদত্যাগ করতে অস্বীকার করেন। শ্রীমতি জৌরাবিচ ভিলি তাঁর সমর্থকদের জানান, রাষ্ট্রপতিভবন ত্যাগ করলেও তিনি আসলে জর্জিয়ার প্রকৃত রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, কাভেলাশভিলি যথাযথভাবে নির্বাচিত হননি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন