জয়পুর গ্যাস ট্যাঙ্কার দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ। আহত সাতাশ জনের হাসপাতালে চিকিৎসা চলছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ছয় জন বর্তমানে ভেন্টিলেটরে রয়েছেন। জয়পুরের জেলা কালেক্টর জিতেন্দ্র কুমার সোনি ঘটনার তদন্তে একটি যৌথ তদন্ত কমিটি গঠন করেছেন। আগেই জানানো হয়েছে গতকাল জয়পুর-আজমের মহাসড়কের ভাংক্রোটা অঞ্চলে একটি এলপিজি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটে। এর ফলে চল্লিশটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
Site Admin | December 21, 2024 7:18 PM