জম্মু কাস্মীরের কাঠুয়া জেলার হীরানগর সেক্টরের বনাঞ্চলে টানা তিন দিন ধরে জঙ্গী অনুপ্রবেশ রুখতে সামরিক বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে। পুলিশের মহানির্দেশক নলীন প্রভাত এই অভিযানের নেতৃত্ব দিচ্ছেন। গত রবিবার সন্ধ্যায় হিরানগর সেক্টরের সারোয়াল গ্রামে জঙ্গীদের সঙ্গে তুমুল সংঘর্ষ বাধে। সেনাবাহিনী হেলিকপ্টারের সহায়তায় গোটা অঞ্চল তল্লাশি চালাচ্ছে। এই তল্লাশি অভিযানে স্নিফার ডগ, ড্রোন, মানব বিহীন সামরিক বিমান অংশ নিচ্ছে। গোটা অঞ্চল নিরাপত্তা বাহিনী ঘিরে রেখেছে।
Site Admin | March 25, 2025 2:30 PM
জম্মু কাস্মীরের কাঠুয়া জেলার হীরানগর সেক্টরের বনাঞ্চলে টানা তিন দিন ধরে জঙ্গী অনুপ্রবেশ রুখতে সামরিক বাহিনী ব্যাপক অভিযান চালিয়েছে।
