জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফায় আগামীকাল ভোটগ্রহণ। এর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ন। ২৬ টি বিধানসভা আসনে তিন হাজার ৫০০-র বেশি ভোটকেন্দ্রে ইতমধ্যে ১৩ হাজারের অধিক ভোটকর্মী পৌঁছে গিয়েছেন। অবাধ ও সুষ্ঠু নির্বাচন সুনিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। স্ট্রং রুমগুলিতে থাকবে চব্বিশ ঘন্টা ডিজিটাল নজরদারির ব্যবস্থা।
আকাশবাণীর জম্মু সংবাদাতা জানাচ্ছেন, আগামীকাল জম্মু অঞ্চলের রিয়াসি, রাজৌরি এবং পুঞ্চ জেলায় ও কাশ্মীর উপত্যকার শ্রীনগর, বদগাঁও এবং গান্দেরওয়ালে ভোট নেওয়া হবে। এই দফায় প্রায় ২৫ লক্ষ ৭৮ হাজার ভোটদাতা ২৩৯ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন।
উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, প্রদেশ কংগ্রেস সভাপতি তারিখ হামিদ কারা, আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারি।
ভোট শুরু হবে সকাল ৭’টায়। চল্বে সন্ধ্যে ৬’টা পর্যন্ত। ভোট গ্রহণ কেন্দ্রের সবক’টতেই ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা থাকবে। ভোটারদের সুবিধার জন্য ন্যূনতম প্রাথমিক সুযোগ সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
সারা দেশে ছড়িয়ে থাকা ১৫ হাজার ৫০০র ও বেশী ঘরছাড়া কাশ্মীরি পন্ডিত আগামীকাল দ্বিতীয় দফায় ২৪ টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনী প্রক্রিয়ার নজরদারির দায়িত্বে থাকা ত্রাণ ও পুনর্বাসন কমিশনার হরবিন্দ কারোওয়ানি জানিয়েছেন, জম্মুতে নথিভুক্ত ১৪ হাজার ৭০০ পন্ডিত জম্মুর ১৯ টি ভোট গ্রহণ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। দিল্লিতে নাম নথিভুক্ত ৬০০-র বেশী কাশ্মীরি পন্ডিত দিল্লিতে ভোট দেবেন। সাড়ে ৩০০-র বেশী পন্ডিত ভোট দেবেন উধমপুর জেলায়।
কেন্দ্রশাসিত এই অঞ্চলে তিন দফায় ভোট নেওয়া হচ্ছে। ১৮’ই সেপ্টেম্বর প্রথম দফায় ৬১ শতাংশের বেশী ভোট পড়েছে। তৃতীয় পর্যায়ে ৪০ টি বিধানসভা খন্ডে পয়লা অক্টোবর ভোট নেওয়া হবে। গণনা ৮’ই অক্টোবর।