জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের প্রথম দফার জন্য প্রচারাভিযান আজ শেষ হচ্ছে। এই দফায় ৭টি জেলার ২৪টি বিধানসভা কেন্দ্রে আগামী বুধবার ভোটগ্রহণ। জেলাগুলি হল ডোডা, কিশতওয়ার, রামবান, অনন্তনাগ, পুলওয়ামা, কুলগাম এবং সোপিয়ান।
দ্বিতীয় ও তৃতীয় দফায় আগামী ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ভোট নেওয়া হবে। গণনা ৮ ই অক্টোবর।