জম্মু-কাশ্মীর বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায়, ছটি জেলায় ২৬ টি বিধানসভা কেন্দ্রের জন্য ৩১০ জন প্রার্থী পদ দাখিল করেছেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, গতকালই ছিল দ্বিতীয় দফায় ২৫ শে সেপ্টেম্বরের ভোটের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন। আসন্ন বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার জন্য ৩১০ জন প্রার্থী মোট ৩২৯ টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। শ্রীনগর জেলা থেকে মোট ১১২ জন বাদগাও জেলার ৬৮ জন এবং রাজৌরি জেলায় ৪৭ জন মনোনয়ন দাখিল করেন।
জমা পড়া মনোনয়নপত্র গুলি আজ, সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের দপ্তরে, পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা শেষ হচ্ছে ৯ই সেপ্টেম্বর ,সোমবার বিকেল তিনটেয়।
উল্লেখ্য, দ্বিতীয় দফায় ২৬ টি বিধানসভা আসনে ২৫শে সেপ্টেম্বর সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।