মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 26, 2024 8:46 AM

printer

জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে ৫৭ শতাংশের কিছু বেশি।

জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনে ভোট পড়েছে গড়ে ৫৭ শতাংশের কিছু বেশি।  সবচেয়ে বেশি ৭৪ দশমিক ৭/০ শতাংশ ভোট পড়েছে রিয়াসি জেলার তিনটি বিধানসভা কেন্দ্রে। শ্রীনগরের ৮টি বিধানসভা কেন্দ্রে সবচেয়ে কম ২৯ দশমিক ৮/১ শতাংশ ভোট পড়ার খবর পাওয়া গেছে । এর মধ্যে হাব্বাকাদাল কেন্দ্রে ভোটের হার মাত্র ১৯ দশমিক ৮/১ শতাংশ।

   নির্বাচন কমিশন জানিয়েছে,  ২৬টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব ছিল মোটের ওপর শান্তিপূর্ন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, ভয় ও বয়কটের সংস্কৃতি থেকে বেরিয়ে উপত্যকা ও পাহাড় এখন গণতন্ত্রের উৎসবে অংশ নিচ্ছে। ভোটদাতারা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন তা নিশ্চিত করতে কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়।  

 জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য ৬টি জেলার মানুষকে অভিনন্দন জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, রেকর্ড ভোটদানের হার প্রাণবন্ত ও প্রগতিশীল গণতন্ত্রের প্রতীক।  অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য তিনি নির্বাচনী আধিকারিক, জম্মু – কাশ্মীর পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন