জম্মু-কাশ্মীরে তৃতীয় তথা শেষ দফার ভোট গ্রহণ শুরু হয়েছে।এই দফায় সাতটি জেলার চল্লিশটি বিধানসভা আসনে ভোট নেওয়া হচ্ছে। চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত। এই চল্লিশটি আসনের মধ্যে ষোলটি কাশ্মীর ডিভিশনে, বাকি চব্বিশটি রয়েছে জম্মু অঞ্চলে। এইদফায় ৪১৫ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন ৩৯ লক্ষেরও বেশি ভোটার।৭ টি জেলা জুড়ে মোট ৫ হাজার ৬০ টি পোলিং বুথ তৈরি করা হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কাশ্মীর বিভাগে প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মুজাফফর হুসেন বেইগ, বাশারত বুখারি, সাজাদ গনি লোন ও নাসির আসলাম ওয়ানি এবং জম্মু বিভাগে দভিন্দর সিং রানা, চৌধুরী লাল সিং ও রমন ভাল্লা এবারের নির্বাচনী লড়াইয়ে রয়েছেন।
জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন মোট তিনটি তফায় সম্পন্ন হচ্ছে। প্রথমদফায় ভোট পড়েছিল ৬১ শতাংশের বেশি, দ্বিতীয় পর্যায়ে ৫৭ শতাংশের বেশিভোট পড়েছে । গণনা ৮ ই অক্টোবর।